সরকার পতনে এক দফা আন্দোলনের হুঁশিয়ারি ফখরুলের

- আপডেট সময় : ০৭:২৪:৪০ অপরাহ্ন, শনিবার, ৩০ জুলাই ২০২২
- / ১৬৯৯ বার পড়া হয়েছে
এক দফার আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সরকার পরিকল্পিতভাবে দেশের অর্থনীতিকে ধ্বংস করছে। মেগা উন্নয়নের নামে মেগা দুর্নীতি ও চুরির কারণে বিদ্যুৎখাতে ভরাডুবি ও লোডশেডিং হচ্ছে। আওয়ামী লীগ যেভাবে লুটপাট করেছে, তা ইতিহাসে খুঁজে পাওয়া যাবে না বলে মন্তব্য করেন তিনি।
লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবে সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা যোগ দেন।
সমাবেশে বিএনপি কেন্দ্রীয় নেতারা বলেন, ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে আওয়ামী সরকারের পতন নিশ্চিত করা হবে।
সংকটকালীন সময়ে সরকার যেভাবে লুটপাট করেছে, তা ইতিহাসে খুঁজে পাওয়া যাবে না বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর সমালোচনা করে তিনি বলেন, গোটা সড়ক ব্যবস্থার নৈরাজ্যের কারণে শত শত মানুষকে প্রাণ দিতে হচ্ছে।
সমাবেশ চলাকালীন সময়ে, সামনে পেছনো দাঁড়ানো নিয়ে, ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে সমবেত নেতাকর্মিরা।
কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে হট্টগোল ও ধ্বস্তাধস্তির অবসান ঘটে।
এদিকে, দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায় হুঁশিয়ারি দিয়েছেন সরকার পতনে হরতাল-অবরোধের মতো কঠোর কর্মসূচি দেয়া হবে।
বিকেলে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি। গয়েশ্বর বলেন, ডলারের বিপরীতে টাকার দরপতনের চেয়েও দ্রুতগতিতে এই সরকারের দরপতন শুরু হয়ে গেছে। জঙ্গীবাদ ও মৌলবাদের নাটকে পশ্চিমা বিশ্বকে অনেকদিন বোকা বানিয়ে রেখেছিল সরকার। তাদের ওই প্রতারণা প্রকাশ পাওয়ায় বিদেশিরাও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর আস্থা হারিয়েছে বলে দাবি করেন তিনি। রাজপথে কঠোর কর্মসূচির আন্দোলনই সরকারের পতন হবে বলেও হুশিয়ারি দেন বিএনপির এই শীর্ষ নেতা।