সরকার পতনের সাইরেন বাজতে শুরু করেছে দাবি মির্জা ফখরুলের

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:২২:১১ অপরাহ্ন, শনিবার, ১৬ জুলাই ২০২২
- / ১৫৬০ বার পড়া হয়েছে
সরকার পতনের সাইরেন বাজতে শুরু করেছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জনগণের সম্মিলিত শক্তির কাছে এই সরকারের পতন অতি সন্নিকটে।
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম একথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, গণবিস্ফোরণ ঠেকাতে দলীয় প্রশাসন এবং আওয়ামী সন্ত্রাসীদের অবৈধ অস্ত্র দিয়ে মাঠে নামানো হচ্ছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অগ্নিমূল্য, অর্থপাচার আর দুর্নীতিতে বর্তমানে সরকার এমনভাবে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে, সেটিকে আড়াল করার জন্যই সারাদেশে সন্ত্রাসের পরিকাঠামো তৈরি করেছে। আর এই সন্ত্রাসী কর্মকাণ্ডে প্রতিদিনই বিএনপির নেতা-কর্মীদের রক্ত ঝরছে।