সরকার নিজেদের লোক দিয়ে সংখ্যালঘুদের উপর হামলা চালিয়েছে : গয়েশ্বর

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
সরকার নিজেদের লোক দিয়ে সংখ্যালঘুদের উপর হামলা চালিয়ে এখন দায় চাপাচ্ছে নিরীহ মানুষ এবং বিএনপির উপর। এ মন্তব্য করেছেন বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়।
দুপুরে রংপুরের মাহিগঞ্জে কেয়ারগিভার ইনস্টিটিউটের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। গয়েশ্বর বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মাঝেও মন্দির ও হিন্দু সম্প্রদায়ের লোকজনের বাড়িতে হামলার দোষ চাপানো হচ্ছে বিএনপি’র উপর। এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. এহসানুল হক মিলন, মহানগর বিএনপি’র সহ-সভাপতি কাউসার জামান বাবলাসহ দলটির জেলা ও মহানগরের শীর্ষ নেতা-কর্মীরা।