সরকার দেশটাকে সিঙ্গাপুর বানাতে গিয়ে আজিমপুর বানিয়ে ফেলেছে : গয়েশ্বর রায়

- আপডেট সময় : ০৭:২০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
সরকার দেশটাকে সিঙ্গাপুর বানাতে গিয়ে আজিমপুর বানিয়ে ফেলেছে বলে মন্তব্য করেছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায়। নির্বাচন পর্যন্ত অপেক্ষা নয়, চাইলে তার আগেই আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে বিদায় করা যায় বলেও মন্তব্য করেন তিনি। সরকার আরেকবার ক্ষমতায় এলে কাগজে-কলমে দেশ বিক্রি করবে বলে মন্তব্য করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ। এতে নেতারা বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশ আরও রসাতলে যাবে। সরকার পতনের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তারা।
সরকারের বিরুদ্ধে প্রতিশোধ নিতে লাখো জনতা অপেক্ষা করছে বলে মনে করেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায়। শ্রীলঙ্কার চেয়েও দেশের পরিস্থিতি খারাপ হবে বলে শংকা জানান তিনি।
সাংবিধানিক পদে থেকেও সিইসি সন্ত্রাস উস্কে দিচ্ছে বলে অভিযোগ করেন, এই বিএনপি নেতা
এদিকে, নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিলে বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সরকার আরেকবার ভূয়া নির্বাচনের উদ্যোগ নিলে জনগণ প্রতিহত করবে।