সরকার থাকতে পারবে না বিএনপির এমন হুংকার কাজে আসবে না : কাদের
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:২০:০৮ অপরাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩
- / ১৭৫৯ বার পড়া হয়েছে
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন–সরকার থাকতে পারবে না, বিএনপির এমন হুংকার কোন দিনও কাজে আসবে না। কারণ তাদের আন্দোলনে জনগণের সম্পৃক্ত নেই। কোন নেতার বিদেশ থেকে রিমোর্ট কন্ট্রোলের ইশরায় কোনো আন্দোলন সফল হবে না।
রাজধানীর হাউজ বিল্ডিং হতে চেরাগ আলী কলেজগেট পর্ডন্ত সাড়ে চার কিলোমিটার এলিভেটেড অংশের চলমান নির্মাণ কাজ পরিদশন শেষে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের , আরও বলেন, রোজার ঈদের তুলনায় কোরবানির ঈদে বাড়ী ফেরার ভোগান্তি কমানো চ্যালেঞ্জিং। কারণ গরুর ট্রাক রাজধানী তে প্রবেশে ভোগান্তি একটি বাড়াবেই। তবে ঈদের আগে হাউজ বিল্ডিং থেকে টঙ্গি চেরাগআলী পর্যন্ত ৪ কিলোমিটার খুলে দেয়া হবে। এতে ভোগান্তি কমে যাবে। পশুর হাটের জন্য এবার বাড়তি প্রস্তুতি নেয়া হয়েছে।

















