সরকার ঘোষিত ১৪ জুলাই পর্যন্ত কঠোর বিধিনিষেধের ৬ষ্ঠ দিন আজ

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুলাই ২০২১
- / ১৫২৪ বার পড়া হয়েছে
সরকার ঘোষিত ১৪ জুলাই পর্যন্ত কঠোর বিধিনিষেধের ৬ষ্ঠ দিন আজ । সোমবার নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে সময়সীমা আরও সাত দিন বাড়ানো হয়। রাজধানীর বিভিন্ন জায়গায় চেকপোস্টে চলছে তল্লাশি। কোথাও কোথাও গাড়ীর জট দেখা যাচ্ছে।
জরুরী প্রয়োজন ছাড়া অযৌক্তিক কারণে বের হলে ভ্রাম্যমাণ আদালত গ্রেফতার ও জরিমানা করছেন। এ ছাড়া জরুরী পরিসেবায় নিয়োজিতরা পরিচয়পত্র দেখালে আইনশৃঙ্খলা বাহিনী তাদের গন্তব্যে বা কর্মস্থলে যেতে দিচ্ছেন। কঠোর লকডাউনের মধ্যেও দোকান খোলা রাখতে চান দোকান ব্যবসায়ী কল্যাণ সমিতি। গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। প্রধানমন্ত্রী বরাবর পাঠানো খোলা চিঠিতে কল্যাণ সমিতি বলেছে, অল্প সময়ের জন্য হলেও দোকান খুলে ব্যবসা পরিচালনা করার সুযোগ দেয়া যেতে পারে।