সরকার ক্ষমতায় থাকার জন্য আন্তর্জাতিক ভাবে বাংলাদেশকে হেয়প্রতিপন্ন করছে

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৫৪:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২১ জানুয়ারী ২০২২
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
সরকার ক্ষমতায় থাকার জন্য আন্তর্জাতিক ভাবে বাংলাদেশকে হেয়প্রতিপন্ন করছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। সকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ দাবি করেন।
তিনি বলেন, দেশের একটি সংস্থা এবং সরকারের হাইপ্রোফাইলের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেদ্ধাজ্ঞা গৌরবের বিষয় না। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ। এসময় দেশের সম্মান এবং গণতন্ত্র ফিরেয়ে আনতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি। আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা দাবি করে মোশাররফ বলেন, আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র পূনরুদ্ধার করে খালেদা জিয়াকে মুক্ত করবে বিএনপি।