সরকার করোনা ভাইরাস আক্রান্তের বিষয়টি গোপন করতে চেয়েছিলো :মির্জা ফখরুল

- আপডেট সময় : ০৮:০৫:২৩ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২০
- / ১৫৮০ বার পড়া হয়েছে
সরকার করোনা ভাইরাস আক্রান্তের বিষয়টি গোপন করতে চেয়েছিলো। বিদেশি অতিথিরা না আসায় তা প্রকাশ করেছে। জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ মন্তব্য করেন। তিনি অভিযোগ করেন, সরকার বন্দরগুলোতে পর্যাপ্ত পর্যবেক্ষণ ও প্রতিরোধমুলক ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের লেখা দুটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান হয় প্রেসক্লাবে। এতে, করোনা আক্রান্তের খবর দেরিতে প্রকাশ হয়েছে বলে মন্তব্য করেন, বিএনপির কেন্দ্রীয় নেতারা। তারা মনে করেন, সরকারের যথেষ্ট প্রস্তুতিও নেই এই ভাইরাস মোকাবেলায়।
দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করেন, এর আগে ডেঙ্গুর ক্ষেত্রে যথোপযুক্ত ব্যবস্থা নেয়া হয়নি। করোনার ক্ষেত্রে সচেনতভাবে প্রতিরোধমুলক ব্যবস্থা নেয়ার আহবান জানান তিনি।
বিএনপি মহাসচিব মনে করেন, এতোদিন সরকার করোনার বিষয়টি গোপন করতে চেয়েছিলো।
তিনি দেশের স্থল, নৌ এবং বিমানবন্দরগুলোতে স্ক্যানার মেশিন এবং অন্যন্য প্রতিরোধমুলক পর্যাপ্ত ব্যবস্থা নিতে আহবান জানান।
স্থায়ী কমিটিরি সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এক এগারোতে তার জেল জীবন নিয়ে লেখা বই নিয়ে বক্তব্য দেন।