সরকার করোনা প্রতিরোধ ব্যবস্থায় উদাসিন হয়ে অন্যের উপর দায় চাপাচ্ছে :রুহুল কবির রিজভী

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১১:১৭ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২০
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
সরকার করোনা প্রতিরোধ ব্যবস্থায় উদাসিন হয়ে অন্যের উপর দায় চাপাচ্ছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সকালে রাজধানীর ফার্মগেট এলাকায় করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনা বাড়াতে লিফলেট কর্মসূতিতে অংশ নিয়ে একথা বলেন তিনি। করোনা প্রতিরোধে সরকারের দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই বলে জানান রুহুল কবীর রিজভী। এ সময় তিনি প্রবাসী ফেরতদের বিষয়ে বিমানবন্দরে পর্যাপ্ত কোয়ারেন্টাইন ব্যবস্থা নিতেও ব্যর্থ হয়েছে। এ ছাড়া তিনি সরকারের উদ্দেশ্যে আরো বলেন, দ্রুত ব্যবস্থা না নেয়া জনগনের মধ্যে শঙ্কা তৈরী হয়েছে বলে দাবি করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।