সরকার ও বিআরটি কর্তৃপক্ষের চরম অবহেলা ও গাফিলতির কারণেই গার্ডার পড়ে পাঁচজনের মৃত্যু : মির্জা ফখরুল

- আপডেট সময় : ০১:৫৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০২২
- / ১৫৫২ বার পড়া হয়েছে
সরকার ও বিআরটি কর্তৃপক্ষের চরম অবহেলা ও গাফিলতির কারণেই প্রাইভেট কারের ওপর গার্ডার পড়ে দুই শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করে পাঁচজনের মৃত্যুতে শোক ও সমবেদনা প্রকাশ করেন।
বিএনপি মহাসচিব বলেন, এভাবে মৃত্যুর ঘটনার দায় সরকার এড়াতে পারে না। এমন নানা দুর্ঘটনায় প্রায় প্রতিদিনই দেশব্যাপী অসংখ্য মানুষ প্রাণ হারাচ্ছেন। কিন্তু আওয়ামী সরকার এ ধরনের ঘটনায় দোষীদের বিচারের আওতায় এনে শাস্তি কার্যকর করছে না বলেই সর্বত্রই অনিয়ম ও অব্যবস্থাপনায় প্রতিনিয়তই নিরীহ মানুষের প্রাণ ঝরছে। তিনি বলেন, সরকারের অব্যবস্থাপনা ও সুশাসনের অভাবে দেশের সর্বত্রই বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। কোথাও কোনো জবাবদিহিতা নেই বলেই অসাধু মানুষ অনাচারে লিপ্ত হতে দ্বিধা করছে না। অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে উত্তরায় সংঘটিত মর্মস্পশী ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তির দাবি জানান তিনি। আরেক বিবৃতিতে মির্জা ফখরুল সোমবার ঢাকার চকবাজারে আগুন লেগে ছয়জনের মৃত্যু ও কয়েকজন আহত হওয়ার ঘটনায়ও গভীর শোক প্রকাশ করেন।