সরকার ও পরিবহন নেতাদের সিন্ডিকেট ভাড়া বাড়িয়ে জনদুর্ভোগ তৈরী করেছে
- আপডেট সময় : ০২:২৮:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ নভেম্বর ২০২১
- / ১৫৯৮ বার পড়া হয়েছে
সরকার ও মালিক-শ্রমিক নেতাদের যৌথ সিন্ডিকেটের প্রক্রিয়ায় পরিবহন ভাড়া বাড়িয়ে জনদুর্ভোগ তৈরী করা হচ্ছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।
সকালে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি। দেশে কিছু লুটেরা ব্যবসায়ী- সরকারের যোগসাজশে জ্বালানি তেল ও পরিবহন ভাড়াসহ সব ধরনের পণ্যের দাম বাড়িয়ে জনগণের পকেট কাটছে বলে দাবি করেন তিনি। তেলের দাম বৃদ্ধির ফলে গ্যাস চালিত পরিবহনের ভাড়া বাড়ানোরও সমালোচনা করেন তিনি। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধির অজুহাতে সরকার ভাড়া বাড়ালেও যখন তেলের দাম কমানো হলো, তখন দাম নিয়ন্ত্রণ করা হয় না বলে অভিযোগ করেন মান্না। সীমান্তে তেল পাচার হলে বিডিআরের দায়িত্ব নিয়েও প্রশ্ন তোলেন মাহমুদুর রহমান মান্না। করোনা পরবর্তী সময়ে নিত্যপণ্যের মূল্য ও সরকারের বাড়াবাড়ি- সাধারণ জনগণের জীবন দুর্বিষহ করে তুলেছে বলেও দাবি তার।




















