সরকার একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে বিভিন্ন আইন কানুন তৈরি করছে : জিএম কাদের

- আপডেট সময় : ০৮:৩১:২৩ অপরাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩
- / ১৭৬৩ বার পড়া হয়েছে
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এমপি বলেছেন, বর্তমান সরকার একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে বিভিন্ন আইন কানুন তৈরি করছে। তিনি বলেন, গণমাধ্যম কর্মী ও বিভিন্ন সংগঠনের দাবির মুখে, ডিজিটাল সিকিউরিটি আইন নাম পরিবর্তন করে সাইবার নিরাপত্তা আইন নামে নতুন আইন পাস করেছে; যাতে সরকারের বিরুদ্ধে সমালোচনা করা না যায়।
বিকেলে লালমনিরহাটের রেলওয়ে অফিসার্স ক্লাব মাঠে জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জি এম কাদের। তিনি বলেন, আগামী নির্বাচনে জাতীয় পার্টি ৩’শ আসনে প্রার্থী দেবে। এজন্য তিনি নেতাকর্মীদের সকল ষড়যন্ত্র রুখে দিয়ে নির্বাচনের প্রস্তুতি নেয়ার আহ্বান জানান। জেলা জাতীয় পার্টির আহ্বায়ক শরিফা কাদেরের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে শরিফা কাদের এমপি কে সভাপতি ও জাহিদ হাসানকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করে ঘোষণা দেন মহাসচিব মুজিবুল হক চুন্নু।