সরকারের মেয়াদ নির্ভর করছে বিএনপির ওপর: গয়েশ্বর

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১০:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৫ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৫০ বার পড়া হয়েছে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন. সরকারের মেয়াদ নির্ভর করছে বিএনপির ওপর। নানা ইস্যুর দিকে না তাকিয়ে, সরকার পতনে আন্দোলনে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি।
প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে ঢাকা জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশ তিনি এ কথা বলেন। গয়েশ্বর চন্দ্র রায় আরো বলেন,জনগণের আশা আখাংকা বাস্তবায়নের তোয়াক্কা না করে সরকার ভারতের তাঁবেদারি করেই চলেছে।
পুলিশ বাহিনীকে দায়িত্বশীলতার পরিচয় দিতেও আহবান জানান তিনি। সব বাধা প্রতিহত করে আন্দোলন জোরদার করার তাগিদ দেন তিনি।