সরকারের ব্যর্থতায় সারাদেশে দ্রব্যমূল্য অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১৮:১৫ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০১৯
- / ১৫৯৯ বার পড়া হয়েছে
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের ব্যর্থতায় সারাদেশে দ্রব্যমূল্য অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে। দেশে গণতন্ত্র না থাকার কারণেই কোথাও কোনো জবাবদিহিতা নেই এবং সরকারের নিয়ন্ত্রণ ভেঙ্গে পড়েছে বলেই এমনটি হচ্ছে। তাই এখন গণতন্ত্রের জন্য আগে সংগ্রাম করতে হবে।
সকালে, টাঙ্গাইলের সন্তোষে, দলীয় নেতাকর্মীদের নিয়ে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি আরো বলেন, আওয়ামী লীগ বিনা ভোটে সরকার গঠন করে ক্ষমতা দখল করে রেখেছে। মানুষ তার অধিকারের জন্যে সংগ্রাম করছে। বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে। নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে এই সরকার পরিবর্তন করা গেলে সব সমস্যারই সমাধান হবে।