সরকারের বিরুদ্ধে সৃষ্ট গণবি’ষ্ফোরণ থামানো যাবে না : হারুনুর রশীদ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৫:০৪ অপরাহ্ন, শনিবার, ২২ অক্টোবর ২০২২
- / ২০৯৫ বার পড়া হয়েছে
বিএনপির নেতৃত্বে সরকারের বিরুদ্ধে সৃষ্ট গণবিষ্ফোরণ কোনো কিছু দিয়েই থামানো যাবে না বলে মন্তব্য করেছেন, দলের যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য হারুনুর রশীদ। ঠাকুরগাঁও জেলা বিএনপির এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
রংপুর বিভাগীয় গণসমাবেশ নিয়ে শহরের মির্জা রুহুল আমিন মিলনায়তনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। বর্তমান গণজাগরণকে ‘৭১ এর মুক্তিযুদ্ধের সাথে তুলনা করেন হারুনুর রশীদ। তিনি বলেন, মানুষ জুলুম-নির্যাতন, অধিকার হরণের বিরুদ্ধে জেগে উঠেছে। এই সরকারের সময়ও ঘনিয়ে এসেছে। আওয়ামী লীগ সরকারের উদ্দেশ্যে বিএনপি’র এই সংসদ সদস্য বলেন, এখনো সময় আছে দ্রুত নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। ক্ষমতা থেকে সরে না এলে পালানোরও পথ পাবে না তারা।























