সরকারের প্রত্যাশা পূরণে যে কোন পরিস্থিতিতে জনগণের পাশে দাঁড়াবে সেনাবাহিনী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৫৬:১৮ অপরাহ্ন, সোমবার, ১ নভেম্বর ২০২১
- / ১৬১৩ বার পড়া হয়েছে
সরকারের প্রত্যাশা পূরণে যে কোন পরিস্থিতিতে জনগণের পাশে দাঁড়াবে সেনাবাহিনী বলে জানিয়েছেন বাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন
সকালে খুলনার জাহানাবাদ সেনানিবাসে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন, করোনা কালীন সময়সহ বিভিন্ন দুর্যোগে প্রধানমনন্ত্রীর নির্দেশে সেনাবাহিনী জনগণের পাশে দাঁড়িয়েছে, এবং ভবিষ্যও তা অব্যাহত রাখবে।এর আগে তিনি জাহানাবাদ সেনানিবাসে আর্মি সার্ভিস কোর সেন্টার এ্যান্ড স্কুল এ বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি সার্ভিস কোর এর ৪০তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন প্রধান অতিথি হিসেবে যোগ দেন। এসময় তিনি মহান স্বাধীনতাযুদ্ধে আর্মি সার্ভিস কোরের আত্মোৎসর্গকারী বীর শহীদদের সশ্রদ্ধচিত্তে স্মরণ করেন।














