সরকারের উন্নয়ন বাধাগ্রস্ত করতে একটি রাজনৈতিক দল ষড়যন্ত্র করছে : ডা.এনামুর রহমান

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৫৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৭২ বার পড়া হয়েছে
সরকারের উন্নয়ন বাধাগ্রস্ত করতে একটি রাজনৈতিক দল ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।
দুপুরে সাভার উপজেলা পরিষদের হলরুমে সাভার উপজেলা মাসিক আইন শৃঙ্খলা ও মাসিক সাধারণ সভায় যোগ দিয়ে তিনি একথা বলেন। বর্তমান সরকারের সময় কেউ দুর্নীতি করে পার পায় না বলেও হুঁশিয়ারী দেন তিনি। ডা.এনামুর রহমান এসময় আরও বলেন, আওয়ামী লীগ সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স থাকায় দুর্নীতিবাজ সবাইকে আইনের আওতায় আনা হয়েছে। এসময় সাভার উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব,উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলামসহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।