সরকারের উন্নয়নের সুফল ঘরে ঘরে পৌঁছে দিতে দুর্নিতীবাজদের রুখে দিতে হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪৬:০১ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
সরকারের উন্নয়নের সুফল ঘরে ঘরে পৌঁছে দিতে দুর্নিতীবাজদের রুখে দিতে হবে বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। সকালে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে কর্মজীবি মা ও শিশুদের স্বাস্থ্যসেবা ক্যাম্প উদ্বোধন শেষে এ মন্তব্য করেন তিনি।
প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশে শিশু ও মাতৃ মুত্যু হার অনেক কমে গেছে। দেশের মানুষের মৌলিক চাহিদার শিক্ষা চিকিৎসা সেবার ব্যাপক উন্নয়ন করছে সরকার। সব ক্ষেত্রে সরকারের উন্নয়নের ছোঁয়া স্পষ্ট। বর্তমান সরকার এখন উন্নয়নের মহাসড়কে। এই উন্নয়নের সুফল মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে দুর্নিতীবাজদের রুখে দিতে হবে। মেহেরপুর জেলা প্রশাসক আতাউল গনির সভাপতিত্বে পুলিশ সুপার এসএম মুরাদ আলী, সিভিল সার্জন প্রতিনিধি ডা. অলোক কুমার দাস, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শফিউল আলম সহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তার উপস্থিত ছিলেন।