সরকারের উদাসীনতা আর অযোগ্যতায় দেশের মানুষ কষ্ট পাচ্ছে: মির্জা ফখরুল
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৯:২১ অপরাহ্ন, বুধবার, ২১ জুলাই ২০২১
- / ১৫৯৪ বার পড়া হয়েছে
করোনা মহামারির সময় সরকারের উদাসীনতা আর অযোগ্যতায় দেশের মানুষ কষ্ট পাচ্ছে বলে অভিযোগ করেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সকালে ঈদুল আযহা উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, সরকার দেশের মানুষকে স্বাস্থ্য বিধি মানাতে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, সরকারের ষড়যন্ত্র তারেক জিয়া নির্বাসনে আর মিথ্যা মামলায় বেগম জিয়া বন্দি। বিএনপি চেয়ারপার্সনকে মুক্ত করে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। এসময় দেশবাসীকে বেগম খালেদা জিয়ার ঈদের শুভেচ্ছা জানান মির্জা ফখরুল। সকলকে করোনা থেকে সুরক্ষিত থাকতে স্বাস্থ্য বিধি মানার প্রতি আহবান জানানও তিনি।





















