বনভূমি সুরক্ষায় বন অধিদপ্তর সুস্পষ্ট ব্যর্থ : টিআইবি

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১৪:৪১ অপরাহ্ন, বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
সরকারী বনভূমি সুরক্ষায় বনঅধিদপ্তর সুস্পষ্ট ব্যর্থ হয়েছে বলে জরীপ প্রকাশ করেছে টিআইবি। বনঅধিদপ্তর ৫ বছরে মাত্র ৮ হাজার ৭৯২ একর বনভূমি উদ্ধার করতে সক্ষম হয়েছে বলেও মনে করছে সংস্থাটি।
সকালে ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে প্রকাশিত ‘বন অধিদফতর : সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক এক গবেষনাপত্রে এসব কথা জানায় প্রতিষ্ঠানটি। এতে জানানো হয়, বন আইনের আমূল সংস্কার করা দরকার। শৃঙ্খলাভঙ্গের সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত শাস্তির ব্যবস্থা করার সুপারিশও করেছে টিআইবি। টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, বন অধিদফতরের বিভিন্ন পর্যায়ের কর্মকাণ্ডের অনিয়ম ও দুর্নীতির ধরন, মাত্রা ও কারণ চিহ্নিত করা হবে। এজন্য অধিদপ্তরের সুশাসনের চ্যালেঞ্জ উত্তরণে ১৫ দফা সুপারিশ টিআইবি।