সরকারি সংস্থার ব্যর্থতায় ঢাকা-সীতাকুণ্ডে বিস্ফোরণ : ফখরুল

- আপডেট সময় : ০৮:২১:৫৬ অপরাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০২৩
- / ১৫৭৬ বার পড়া হয়েছে
রাজধানীর সায়েন্স ল্যাব ও সীতাকুণ্ডে বিস্ফোরণের ঘটনায় সরকারের দায়িত্বশীল তদারকি সংস্থার ব্যর্থতাকে দায়ী করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে দলের রাজনৈতিক কার্যালয়ে গণতান্ত্রিক বাম জোটের নেতাদের সঙ্গে বৈঠক শেষে একথা বলেন তিনি। জনগণের গণতান্ত্রিক আন্দোলন ভিন্নখাতে নিতে সরকার পঞ্চগড়ে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা সাজিয়েছে বলে অভিযোগ করেছেন মির্জা ফখরুল।
সমমনা রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে গণতান্ত্রিক বাম ঐক্যের নেতাদের সাথে বৈঠক করেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠকে সরকার বিরোধি আন্দোলনে যুগপৎ অংশগ্রহণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
বৈঠক শেষে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, সরকার জনগণের গণতান্ত্রিক আন্দোলন নসাৎ করতে সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করেছে।
এসময় ঢাকা ও চট্টগ্রামে বিস্ফোরণের ঘটনায় সরকারের অবহেলাকেই দায়ী করেন মির্জা ফখরুল।
পরে, আগামীর আন্দোলন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে দল সমর্থিত কুমিল্লা ও ফরিদপুর বিভাগের সাবেক ও বর্তমান ইউপি চেয়ারম্যানদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপি মহাসচিব।
এদিকে, জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায় বলেন, বিএনপিকে নির্বাচনে আনতে ভয় দেখিয়ে লাভ নেই। সরকারের পদত্যাগ ছাড়া নির্বাচনে নেয়া যাবে না বিএনপি।