সরকারি প্রকল্প থেকে সরাসরি নিয়োগ নয় – আপিল বিভাগ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩৩:১৩ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
সরকারি প্রকল্প থেকে আর সরাসরি আত্তীকৃত নিয়োগ নয়, যোগ্যতার ভিত্তিতে পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় উত্তীর্ণ হয়েই রাজস্ব খাতে নিয়োগ দিতে আদেশ দিয়েছে আপিল বিভাগ।
শুনানি শেষে প্রধান বিচারপতির নেতৃত্বে ৭ বিচারপতির আপিল বেঞ্চ এ রায় দেন। পর্যবেক্ষণে আদালত বলেছে, এই রায়ের মাধ্যমে পেছনের দরোজা দিয়ে রাজস্ব খাতে নিয়োগ পাওয়ার পথ বন্ধ হলো। মামলার নথি থেকে জানা যায়, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পের প্রায় ৪’শ কর্মকর্তাকে রাজস্বখাতে নিয়োগ দেয়া না হলে তারা হাইকোর্টে রিট করেন। শুনানি নিয়ে নিয়োগের পক্ষে আদেশ দেয় উচ্চ আদালত। সেই আদেশের বিপক্ষে আপিল করে রাষ্ট্রপক্ষ। সর্বোচ্চ আদালতের রায়ের প্রতিক্রিয়ায় অ্যাটর্নি জেনারেল বলেন, নিয়োগ বিধির লঙ্ঘন করে প্রকল্প থেকে নিয়োগ দেয়া হলে প্রশাসনে চরম বিশৃঙ্খলা এবং আমলাতন্ত্রিক জটিলতা তৈরী হবে।