সরকারি চাকরি ও বিশ্ববিদ্যালয় ভর্তিতে ডোপ টেস্ট বাধ্যতামূলক হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

- আপডেট সময় : ০৯:১৮:৪২ অপরাহ্ন, রবিবার, ২৬ জুন ২০২২
- / ১৫৯৯ বার পড়া হয়েছে
সরকারি চাকরিতে ডোপ টেষ্ট বাধ্যতামূলক রেখে আইন করার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি জানান, ৮০ লাখ মাদকাসক্তের প্রায় অর্ধেক শিক্ষিত যুবক। প্রতিবেশী দেশ থেকে মাদকের চালান রোধে সীমান্ত এলাকায় আইন শৃঙ্খলা-বাহিনীকে সতর্ক থাকতে কঠোর নির্দেশ দেন তিনি। আন্তর্জাতিক মাদক ও পাচারবিরোধী দিবসের আলোচনায় এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
“মাদক সেবন রোধ করি-সুস্থ সুন্দর জীবন গড়ি”-এমন প্রতিপাদ্য নিয়ে ওসমানী স্মৃতি মিলনায়তনে আলোচনা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
অনুষ্ঠানে মাদকের ভয়াবহতা রোধে যুবক সমাজ ও শিক্ষার্থীদের রক্ষায় নানা পদক্ষেপের কথা জানান বক্তারা।
যুব সমাজ ও তরুণ প্রজন্মকে মাদকের ব্যবহার রুখতে পরিবার থেকে শিক্ষা গ্রহণের কথা জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, ইয়াবারোধে মিয়ানমার সহযোগিতা না করায় কক্সবাজারের নাফ নদীতে আইন-শৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।
তিনি বলেন, মাদকসেবীর ৮০ শতাংশ যুবক আর ৫৭ শতাংশ ধর্ষক। মাদকের ব্যবহার বন্ধে ডোপ টেষ্ট বাধ্যতামূলক করে আইন প্রণয়নের কাজ চলছে বলেও জানান তিনি।
মাদকসেবীদের স্বাভাবিক জীবনে ফেরাতে, মাদক বিরোধী পুলিশের সংগঠন ওয়েসিসে’র নানা উদ্যোগের কথা জানান, কর্মকর্তারা।