সরকারি গুদামে আমন ধান কেনার প্রচার অভিযানের অ্যাপসের উদ্বোধন
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৬:৫৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২০
 - / ১৫৯৫ বার পড়া হয়েছে
 
নড়াইল সদরের সরকারি গুদামে আমন ধান কেনার প্রচার অভিযানের জন্য অ্যাপসের উদ্বোধন করা হয়েছে।
সরকারি গুদামে প্রতিমন আমন ধান ১ হাজার ৪০ টাকা দরে ক্রয় করা হবে, এ জন্য কৃষকদের ১লা নভেম্বর থেকে ২০ নভেম্বরের মধ্যে মোবাইল অ্যাপের মাধ্যমে কৃষক নিবন্ধন ও ধান বিক্রয়ের আবেদন করতে হবে। এতে করে নড়াইলের মধ্যস্বত্ত্বভোগীদের দৌরাত্ম্য কমে আসবে বলে ধারণা করা হচ্ছে। স্বয়ংক্রিয় পদ্ধতিত্বে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করা হবে। নড়াইলের মাইজপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে খাদ্য বিভাগের আয়োজনে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
																			
																		













