সরকারকে পদত্যাগে বাধ্য করতে, হরতাল-অবরোধের কর্মসূচি ঘোষণা করা হবে : নজরুল ইসলাম খান

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ অগাস্ট ২০২২
- / ১৫৯০ বার পড়া হয়েছে
সরকারকে পদত্যাগে বাধ্য করতে, হরতাল-অবরোধের মতো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে পবিত্র আশুরা উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের অংশ নেওয়া পর এসব কথা বলেন নজরুল ইসলাম খান। এসময় গণতন্ত্র পূর্ণঃপ্রতিষ্ঠায় নবগঠিত জোট গণতন্ত্র মঞ্চকে স্বাগত জানিয়েছেন তিনি। সরকারের ব্যর্থতায় জনগণের মধ্যে ক্ষোভের তৈরি হওয়ার আগামীতে বিএনপি কর্মসূচিতে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহনে থাকবে বলেও মন্তব্য করেন তিনি। এর আগে দোয়া মাহফিলের বিদ্যুৎ জ্বালানি তেলসহ সবকিছু দাম বাড়িয়ে দেওয়ায় সরকার কঠোর সমালোচনা করে তিনি বলেন, সুইচ ব্যাংকে যাদে টাকা, বিদেশে যাদের সেকেন্ড হোম, তারা সবাই আওয়ামী লীগের লোক বলেই তাদের পরিচয় প্রকাশ্যে আসছে না।