সরকারকে আর কোন ছাড় দেয়া হবে না : মির্জা আব্বাস

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩৩:১৬ অপরাহ্ন, শনিবার, ১৬ জুলাই ২০২২
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
সরকারকে আর কোন ছাড় দেয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে যুবদলের বিক্ষোভ সমাবেশে তিনি একথা বলেন।
যশোর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি বদিউজ্জামান ধনি হত্যার প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করে যুবদল। সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস দাবি করেন, বদিউজ্জামানের হত্যাকান্ড কোন অন্তর্কোন্দল নয়, এটা আওয়ামী লীগ ঘটিয়েছে। তিনি বলেন, আগামী দিনে আর প্রতিবাদ নয় অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধে নামবে বিএনপি। তিনি বলেন, বিএনপির নেতাকর্মীরা কোন অবস্থাতেই শেখ হাসিনার অধীনে কোন নির্বাচনে যাবে না। তিনি বলেন, আগামীতে অবশ্যই ক্ষমতাসীনদের লুটপাট, খুন আর দুর্নীতির বিচার হবে। যুদ্ধাপরাধীদের বিচার যদি ৪০বছর পর হয়ে থাকে তবে আওয়ামী লীগ সরকারেরও বিচার হবে বলে মন্তব্য করেন তিনি।