সম্মাননা পেলেন সাংবাদিক জাহিদুল ইসলাম

- আপডেট সময় : ০৫:২৫:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩
- / ২২০২ বার পড়া হয়েছে
বিনোদন সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় ‘আন্তর্জাতিক বাভাসি চলচ্চিত্র পুরস্কার-২০২৩’ পেলেন দ্য ডেইলি সানের সাংবাদিক মো. জাহিদুল ইসলাম। বাংলাদেশ-ভারত-সিঙ্গাপুর ত্রিদেশীয় উদ্যোগে আয়োজিত চলচ্চিত্র উৎসবটির সপ্তম আসরের পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয় রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে বুধবার সন্ধ্যায়।
সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন সংস্কৃতিজন শংকর সাঁওজাল ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক জাকির হোসেন রাজু।
পুরস্কারপ্রাপ্তি প্রসঙ্গে মো. জাহিদুল ইসলাম বলেন, ‘আমি খুবই আনন্দিত ও সম্মানতিবোধ করছি। ‘আন্তর্জাতিক বাভাসি চলচ্চিত্র উৎসব’ কর্তৃপক্ষর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাকে এ সম্মাননা দেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ ও সবার দোয়া কামনা করছি।’
যশোরে জন্ম গ্রহণ করা জাহিদুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নকালে বাংলা পত্রিকা দৈনিক সমাচারের মাধ্যমে ২০১০ সালে সাংবাদিকতা শুরু করেন। পরবর্তীতে কাজ করেন ইংরেজি দৈনিক বাংলাদেশ টুডেতে ঢাকা বিশ্ববিদ্যালয় রিপোর্টার হিসেবে। জাহিদুল বর্তমানে দেশের প্রধান ইংরেজি দৈনিক গুলোর অন্যতম দ্য ডেইলি সানে সহ-সম্পাদক হিসেবে কর্মরতর রয়েছেন।