সম্ভাবনাময় মালদ্বীপের শ্রমবাজারে বন্ধ আছে অদক্ষ শ্রমিক নেয়া

- আপডেট সময় : ০১:৫১:২৮ অপরাহ্ন, শনিবার, ১১ ডিসেম্বর ২০২১
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
সম্ভাবনাময় মালদ্বীপের শ্রমবাজারে বন্ধ আছে অদক্ষ শ্রমিক নেয়া। কর্মসংস্থানের সুযোগ তৈরী হলে বাড়বে হবে প্রবাসী আয়। কিন্তু অলিখিত কারণে ২০১৯ সাল থেকে শ্রমবাজারটি বন্ধ হয়ে যায়। তবে, এই সুযোগে সিন্ডিকেট করে বাংলাদেশ থেকে ভিজিট ও ট্যুরিস্ট ভিসার নামে মালদ্বীপে লোক পাঠাচ্ছে। বৈধভাবে শ্রমিক পাঠাতে খরচ সর্বোচ্চ দুই লাখ টাকা। সেখানে নেয়া হচ্ছে ৪ থেকে ৫ লাখ টাকা। আর ভালো কাজ পাইয়ে দিতে অর্থ খরচ করতে হয় অন্তত ১০ লাখ।
ভারত মহাসাগরের দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মালদ্বীপ। মাত্র তিনশ’ বর্গকিলোমিটার আয়তনের দেশটিতে জনসংখ্য মাত্র পাঁচ লাখের মত।
দেশটিতে আয়ের খাতও সীমিত। শুধু পর্যটন খাতকেই অর্থনীতির প্রধান উৎস হিসেবে ধরে এগিয়েছে অনেকটা পথ। এই খাতকে আধুনিকায়নের ফলে খুব অল্প সময়েই দেশটির অর্থনৈতিক মেরুদণ্ড হয়েছে শক্তিশালী। বর্তমানে মাথাপিছু আয় দাঁড়িয়েছে প্রায় ১৭ হাজার ডলারে।
বাংলাদেশের ৫০০ ভাগের এক ভাগ মালদ্বীপের আয়তন হলেও দেশটিতে রয়েছে শ্রমবাজারের অপার সম্ভাবনা। এখানের শ্রমবাজারের বৈধ- অবৈধ মিলিয়ে যুক্ত আছে প্রায় দের লাখ বাংলাদেশী।
মালদ্বীপে অবকাঠামো নির্মাণ ও পর্যটন খাতেই অধিকাংশ বাংলাদেশী শ্রমিক কাজ করেন। তবে তাদের অনেকেই নেই বৈধ কাগজ। ফলে পাচ্ছে না সঠিক শ্রমের দাম।
শ্রমবাজারের সম্ভাবনার নান দিক তুলে ধরে কিছু প্রতিবন্ধকতার কথাও জানান, মালদ্বীপে অবস্থানরত বাংলাদেশের হাইকমিশনার। মালদ্বীপে বাংলাদেশিদের জন্য শিগগিরই শ্রমবাজার খুলে দেয়ার কথাও জানায় বাংলাদেশের হাইকমিশন।