সম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বর্তমান সরকার ব্যর্থ: ডা. জাফরুল্লাহ চৌধুরী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪৩:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
সম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বর্তমান সরকার ব্যর্থ হয়েছে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি বন্ধে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাষ্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।
দুপুরে কুমিল্লার নানুয়ার দিঘীরপাড় এলাকায় ভাংচুর করা পূজামন্ডপ পরিদর্শনকালে তিনি একথা বলেন। এ সময় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ আলী সাকী বলেন, দেশে সহিংসতা সৃষ্টির মাধ্যমে রাজনৈতিক ফায়দা তুলতে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে। এখন সরকার দোষারোপের রাজনীতির সুযোগ নিচ্ছে বলেও মন্তব্য গণসংহতি নেতার।