সম্পূর্ণ ভুল তথ্যের ওপর ভিত্তি করে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছে : কৃষিমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৭:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জানুয়ারী ২০২২
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
সম্পূর্ণ ভুল তথ্যের ওপর ভিত্তি করে আইন-শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছে বলে দাবি করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। অচিরেই তাদের এই ভুল ভাঙবে বলেও আশা করেন তিনি।
সকালে ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কৃষিতে টেকসই উন্নয়নের জন্য বিদ্যুত ও জ্বালানি সাশ্রয়ী প্রযুক্তির ব্যবহার নিয়ে মতবিনিময় সভায় একথা বলেন তিনি। মন্ত্রী আরো বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীর সক্ষমতার কারণেই মাদক ও জঙ্গিবাদের বিস্তার নিয়ন্ত্রণ করা গেছে। বাংলাদেশের আইন-শৃঙ্খলা বাহিনীর এই তৎপরতা বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। এমনকি মার্কিনিরাও প্রতি বছর তাদের প্রশংসা করেছে। অথচ দেশবিরোধী একটি চক্রের দেয়া মনগড়া তথ্যের ওপর ভিত্তি করে তারা রেব ও পুলিশের কয়েকজন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে নেতিবাচক সিদ্ধান্ত নিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।