সম্পদ লুট করে ‘শাদ্দাদের বেহেশত’ বানিয়েছে আওয়ামী লীগ নেতারা: রিজভী

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৪৩:২২ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩
- / ১৭৫২ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের নেতারা মানুষের সম্পদ লুট করে বিদেশে টাকা পাচার করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, জনগণের সম্পদ লুট করে আজকে তারা শাদ্দাদের বেহেশত বানিয়েছেন। তাই এ বেহেশত হাতছাড়া করতে চান না।
সকালে মালিবাগ কাঁচা বাজার এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ শেষে এসব কথা বলেন তিনি। খুনি ও লুটেরাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে একতরফা ভোট বর্জনের আহ্বান জানিয়ে রিজভী বলেন, এ নির্বাচনে কেউ ভোট কেন্দ্রে যাবেন না। এটি জনগণের নির্বাচন নয়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকূল ইসলাম, সহ-যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী, সহ-অর্থনৈতিক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, তাঁতি দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম প্রমুখ