সমস্যা সমাধানে ফুটবলারদের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর প্রস্তাব ফিফার

- আপডেট সময় : ০৭:৪৫:২৮ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২০
- / ১৫৪০ বার পড়া হয়েছে
করোনাভাইরাসের কারণে ইউরোপিয়ান ফুবটলের এবারের মৌসুম, দীর্ঘায়িত হওয়ায় খেলোয়াড়দের চুক্তি নিয়ে তৈরী হয়েছে জটিলতা। আর সেই সমস্যার সমাধানে সেসব ফুটবলারদের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
ইউরোপীয় ফুটবলের মৌসুম শেষ হওয়ার কথা জুন মাসে। তবে ঘরোয়া লিগগুলো পুরোপুরি শেষ করতে হলে নিশ্চিতভাবে বাড়াতে হবে মৌসুমের সময়সীমা। সেক্ষেত্রে পিছিয়ে যাবে খেলোয়াড়দের দলবদলের সময়ও। অবশ্য এবছরের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও কোপা আমেরিকা এক বছরের জন্য পিছিয়ে যাওয়ায় সে সম্ভাবনা আরো জোড়ালো হয়েছে। ফুটবল স্থগিত থাকাকালীন এই সময়ে ক্লাব ও খেলোয়াড়দের আলোচনা সাপেক্ষে সমস্যার সমাধানে পৌঁছাতে পারবে বলেও বিশ্বাস বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটির। এক বিবৃতিতে ফিফা জানিয়েছে, নির্ধারিত সময়ে মৌসুম শেষ হচ্ছে না। তাই, মৌসুম শেষ হওয়া পর্যন্ত খেলোয়াড়দের চুক্তির মেয়াদ বাড়ানোর প্রস্তাব করা হলো।