সব সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৯:১২ অপরাহ্ন, সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২
- / ১৯০৭ বার পড়া হয়েছে
ভারতের মধ্যপ্রদেশ এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি আরো পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ভোরে সে দেশের দক্ষিণ মধ্য প্রদেশ ও এর পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করছিল।
নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। উপকূলীয় এলাকায় টানা মাঝারী থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।দু’দফা জোয়ারের পানিতে প্লাবিত হচ্ছে জেলার অর্ধশতাধিক গ্রাম। উপকূলীয় এলাকা দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শংকা করছে আবহাওয়া অফিস।
পায়রাসহ সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এদিকে, শিববাড়িয়া নদীতে থাকা মাছধরা ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদে থাকতে মাইকিং করছে নিজামপুর কোষ্টগার্ড।
















