সব শিক্ষা প্রতিষ্ঠানসহ অনেক কর্পোরেট প্রতিষ্ঠান বন্ধ

- আপডেট সময় : ০৭:০৯:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২০
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
গণজমায়েত ঠেকাতে সব শিক্ষা প্রতিষ্ঠানসহ অনেক কর্পোরেট প্রতিষ্ঠানও বন্ধ করে দেয়া হয়েছে। বেশকিছু বেসরকারি কর্তৃপক্ষ অনলাইন সুবিধায় বাসা থেকে অফিস করার মতো সুযোগ করে দিয়েছে। কিন্তু মানুষ ঈদের ছুটির মতো ছুটছেন গ্রামের বাড়ি। প্রচন্ড ভিড় ঠেলে গায়ে গা ঘেষে ছুটছেন তারা। তাদের অনেকেই মনে করছে শহরের তুলনায় গ্রামে করোনা ভাইরাস সংক্রমের আশংকা কম।
কোনো ঈদ বা উৎসবে গ্রামে ফেরার ছবি নয়। স্কুল কলেজ ছুটি পেয়ে সায়েদাবাদ বাস টার্মিনালে ভিড় করছেন এসব মানুষ। কেউ চাঁদপুর কেউ কুমিল্লা কেউবা নেত্রকোণা ঢাকার বেশিরভাগ রুটেই চলাচল করছে দুরপাল্লার গাড়ি।
ভিড় বা জমায়েত না করার আহবান স্বত্ত্বেও কেন তারা গণপরিবহণে চড়ছেন। এতে কি কোন ঝুঁকি আছে বলে মনে করেন কিন্তু তাও চড়ছেন।
নিরাপত্তা বলতে একটা মাস্ক পরা। এতেই নিরাপদে বাড়ি ফিরবেন বলে আশা তাদের।
ঢাকা শহরের চেয়ে গ্রামের ঝুঁকি কম বলে ধারণা যাত্রীদের। আইসোলেশন বা আলাদা থাকার মানে গ্রামে থাকতে হবে বলে মনে করেন তারা।
দুরপাল্লার অসংখ্য বাস এদিন ঢাকা থেকে ছেড়েছে।
উদ্বেগ থাকলেও বাড়ি ফেরাকেই কর্তব্য মনে করছেন বেশিরভাগ মানুষ।