সব নির্বাচনে অংশ নেবে বিএনপি: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

- আপডেট সময় : ০৭:৪৫:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২০
- / ১৬৩৭ বার পড়া হয়েছে
আন্দোলনের অংশ হিসেবে চট্টগ্রাম সিটিসহ সব নির্বাচনে অংশ নেবে বিএনপি। এমনটা জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে চট্টগ্রামের কাজীর দেউড়ির নাসিমন ভবনের দলীয় কার্যালয়ে নগর নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়ে এ কথা জানান তিনি। খালেদা জিয়াকে সরকার পরিকল্পিতভাবে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে রাজধানীতে আলাদা অনুষ্ঠানে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, ভোটের মাধ্যমে নয়, সরকারের পতন ঘটাতে কঠোর আন্দোলন,-সংগ্রামের প্রয়োজন।
মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ির নাসিমন ভবনের দলীয় কার্যালয়ে নগর বিএনপির অঙ্গসংগঠন ও সহযোগী সংগঠনের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, সারাদেশে ৩৫ লাখ বিএনপির নেতাকর্মীকে আসামি করা হয়েছে। যখন যেভাবে পারছে নেতাকমীদেরকে হত্যা, গুম ও জুডিসিয়াল কিলিং করছে বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে, নয়াপল্টনে দলীয় কার্যালয়ে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, সরকার অর্থনীতি ধ্বংস করে আবারও দলীয় নেতাদেরকে ব্যাংকের অনুমতি দিয়ে জনগণের পকেট কাটার ব্যবস্থা করেছে। জাতীয় প্রেসক্লাবের সামনে সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফল বাতিল ও কমিশনের পদত্যাগের দাবিতে আয়োজিত মানববন্ধনে অংশো নেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।সিটি নির্বাচনে ইভিএমের মাধ্যমে ভোট ডাকাতি জায়েজ করেছে সরকার এমন মন্তব্যও করেন মাহমুদুর রহমান মান্না।