সব দল নির্বাচনে আসলে নির্বাচনী মাঠে ভারসাম্য থাকতো : নির্বাচন কমিশনার
- আপডেট সময় : ০৬:২৬:১৫ অপরাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩
- / ২১৯৫ বার পড়া হয়েছে
বিএনপির প্রতিহতের ঘোষণায় নির্বাচন কমিশন নির্বাচনে শতভাগ মনযোগ দিতে পারছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। তিনি বলেন, দলটি নির্বাচনে না আসায়, সফল নির্বাচন করা ইসির জন্য চ্যালেঞ্জের। দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন নির্বাচন কমিশনার। তিনি বলেন, সব দল নির্বাচনে আসলে নির্বাচনী মাঠে ভারসাম্য থাকতো। আচরণবিধি লঙ্ঘনের দায়ে কারো প্রার্থীতা বাতিল করার সিদ্ধান্ত এখনও হয়নি বলেও জানান মো. আলমগীর।
নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে শো-ডাউন, মিছিল, সভা-সমাবেশসহ নানা কর্মকাণ্ডে আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় অন্তত ২৫০ প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। কাউকে ২ বার কাউকে ৩ বার শোকজ দেয়া হয়েছে। তবুও দৃশ্যমান উন্নতি নেই। থামেনি প্রার্থীদের আচরবিধি লঙ্গন।
তবে নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, বিভিন্ন কারণে আর্থিক জরিমানা, গ্রেফতারসহ নানা ব্যবস্থা নেয়া হচ্ছে। যারা একেবারেই মানবে না তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রার্থীতা বাতিল হতে পারে।
সব দল আসলে নির্বাচনী মাঠের পবিবেশে ভারসাম্য থাকতো জানিয়ে তিনি বলেন, বিএনপি না আসায় ভালো নির্বাচন করা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
সব নির্বাচনেই কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটে। তবে বড় ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে বলেও জানান মো. আলমগীর।























