সবাইকে সামাজিক বনায়নের পাশাপাশি বৃক্ষ রোপন করার আহ্বান প্রধানমন্ত্রীর

- আপডেট সময় : ০৪:০৯:২০ অপরাহ্ন, রবিবার, ৫ জুন ২০২২
- / ১৬০০ বার পড়া হয়েছে
পরিবেশ রক্ষায় সবাইকে সামাজিক বনায়নের পাশাপাশি বৃক্ষ রোপন করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আগামী প্রজন্মের জন্য সুন্দর বাসযোগ্য দেশ গড়ে তুলতে বনায়নের বিকল্প নেই। শিল্পায়ন গড়ে তোলার সময় জলাধার সংরক্ষণের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সেই সাথে নদ-নদী ও খাল-বিল সংস্কার কর পানির গতিপথ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। সকালে বিশ্ব পরিবেশ দিবসে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাড়ছে দূষণ, উত্তপ্ত হচ্ছে পৃথিবী। তার প্রভাব পড়তে শুরু করেছে জনজীবনে। ঘূর্ণিঝড়, বন্যার মত দুর্যোগ নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে।
জলবায়ুর বিরুপ প্রভাব মোকাবিলায় সরকারের পক্ষ থেকে নেয়া হয়েছে নানা পরিকল্পনা। তা বাস্তবায়নে কাজ করছে পরিবেশ ও বন মন্ত্রণালয়।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ও জাতীয় বৃক্ষ রোপন অভিযানএবং বৃক্ষ মেলা উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে গণভবন থেকে ভার্চুয়ালী যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, পরিবেশ রক্ষায় ও জলবায়ু প্রভাব মোকাবেলায় বর্তমান সরকারের আমলে নানা প্রকল্প হাতে নেয়া ও বাস্তবায়ন করা হয়েছে।
শিল্প কারখানা গড়ে তোলার সময় পরিবেশ রক্ষায় জলাধার সংরক্ষণের নির্দেশনা দেন তিনি।
সুন্দরবন রক্ষায় শালদা নদীর সাথে সংযুক্ত সব খাল সংস্কার ও খুলে দেয়ার নির্দেশ দেন সরকার প্রধান।
নতুন প্রজন্মের জন্য সুন্দর ভবিষ্যত নির্মাণে সবাইকে বৃক্ষ রোপনে এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।