সবাইকে সতর্ক থেকে ঈদ আনন্দ করার আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি

- আপডেট সময় : ০৭:৩৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মে ২০২২
- / ১৬৩৬ বার পড়া হয়েছে
করোনার সংক্রমণ এড়াতে সবাইকে সতর্ক থেকে ঈদ আনন্দ করার আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ।
দেশবাসীর উদ্দেশে গণমাধ্যমে পাঠানো ভিডিও বার্তায় তিনি একথা বলেন। করোনা অনেকটা নিয়ন্ত্রণে থাকায় আনন্দ উপভোগের পাশাপাশি চলাফেরা ও জীবনাচারে সাবধানতা অবলম্বনের তাগিদ দেন রাষ্ট্রপতি। এর আগে সকাল সাড়ে ৯টায় বঙ্গভবনের দরবার হলে পরিবারের সদস্য ও কর্মকর্তাদের সঙ্গে ঈদের নামাজ আদায় করেন রাষ্ট্রপতি।
প্রতিবছরের মতো এবারও বীর মুক্তিযোদ্ধাদের জন্য ঈদ উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর মোহাম্মদপুর গজনবী রোডের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ উপহার পৌঁছে দেয়া হয়।
প্রধানমন্ত্রীর পক্ষে ঈদ উপহার তুলে দেন তার সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান লিকু ও সহকারী প্রেস সচিব এবিএম সারওয়ার-ই-আলম। যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা এ সময় রাষ্ট্রীয় দিবস ও উৎসবে তাদের স্মরণ করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা এবং তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।