সবচেয়ে বেশি অসহায় হয়ে পড়েছে রাজধানীর নিম্ন আয়ের মানুষ

- আপডেট সময় : ০৭:২৮:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২০
- / ১৫৫০ বার পড়া হয়েছে
করোনা ভাইরাসের কারণে সবচেয়ে বেশি অসহায় হয়ে পড়েছে রাজধানীর নিম্ন আয়ের মানুষ। সাধারণ ছুটিতে অঘোষিত লকডাউনে তিনবেলা খাবার জুটানোই এখন দায় তাদের। অসহায় এ সব মানুষদের পাশে খাদ্য সামগ্রীসহ বিভিন্ন উপকরণ নিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে সরকারসহ বিভিন্ন সংগঠন । কেউবা ব্যক্তি উদ্যোগে থাকা-খাওয়ার ব্যবস্থা করেছেন, কেউবা সাধ্যমতো নানা সামগ্রী দিয়ে সহযোগিতা করছেন।
কর্মব্যস্ত রাজধানীর চিত্র বদলে গেছে করোনা আতঙ্কে। জনারণ্যের এ ঢাকা এখন ফাঁকা। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ । তবে প্রতিদিনের উপার্জনই যাদের ভরসা, সে সব নিম্ন আয়ের মানুষ পড়েছেন চরম বিপাকে।
এ আতঙ্কের মধ্যে অসহায় এসব মানুষে পাশে দাড়িয়েছে সরকারসহ বিভিন্ন সংগঠন । ব্যক্তি উদ্যোগেও সাহায্যের হাত বাড়িয়েছেন অনেকে। এমনই একজন ঢাকা উত্তর সিটির ওয়ার্ড কমিশনার মো. শফিকুল ইসলাম বাছেক। ছিন্নমূল মানুষের জন্য অস্থায়ী হোম কোয়ারেন্টাইনের ব্যবস্থা করেছেন তিনি ।
এসব ছিন্নমুল অসহায় মানুষ জানান, তাদের বাসা-বাড়ী নেই, করোনা আতঙ্কের মধ্যে এই হোমকোরেন্টাইনে থেকে তারা নিপরাপদে আছেন।
এসব অসহায় মানুষদের পাশে এগিয়ে আসা ওয়ার্ড কমিশনার জানান, করোনার মোকাবিলায় ছিন্নমূল মানুষের জন্য অস্থায়ী এই ব্যবস্থা ।
বিত্তবানরা এগিয়ে আসলে এসব ছিন্নমুল মানুষের জীবনযাত্রা যেমন সহজ হবে তেমনি করোনা মোকাবিলায় সরকারের পদক্ষেপ ফলপ্রসূ হবে বলে মনে করেন রাজধানীবাসী ।