সন্ধ্যা নামতেই কয়েক ঘন্টার জন্য গায়েব হয়ে যায় বিদ্যুৎ

- আপডেট সময় : ০২:২২:১৭ অপরাহ্ন, শনিবার, ৯ অক্টোবর ২০২১
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
সন্ধ্যা নামতেই কয়েক ঘন্টার জন্য গায়েব হয়ে যায় বিদ্যুৎ। গুরুত্বপূর্ণ শহর গুলোতে নেমে আসে অন্ধকার।এমন ভেলকিবাজি প্রতিদিনেই চলছে গাইবান্ধায়। ঘনঘন লোডশেডিং আর বিদ্যুৎ বিভ্রাটের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিদ্যুৎ বিভাগের এমন আচরণে আন্দোলনে নেমেছেন ব্যবসায়ীরা।
গাইবান্ধায় ঘন ঘন লোড শেডিং আর বিদ্যুৎ বিভ্রাটের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। আকাশে বিজলি চমকালেই চলে যায় বিদ্যুৎ। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও গ্রাহকরা বিদ্যুৎ পান না। টানা লোডশেডিংয়ে ব্যবসা বাণিজ্যে নেমে এসেছে স্থবিরতা। এদিকে লোডশেডিং বন্ধের প্রতিবাদ ও ট্রান্সফমার বাড়ানোর দাবীতে আন্দোলনে নেমেছেন স্থানীয়রা।
শহরের পূবাপাড়া, ব্রীজ রোড়, মমিনপাড়াসহ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সংকট প্রকট আকার ধারণ করেছে। এতে ছেলে মেয়েদের লেখাপড়া চরমভাবে ব্যাহত হচ্ছে বলে জানায় শিক্ষার্থীরা।
বিষয়টি স্বীকার করে দ্রুত ব্যবস্থা নেয়ার কথা জানান বিদ্যূৎ বিভাগের এই প্রকৗশলী। বিদ্যুৎ সংকট সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।