সন্ত্রাসী হামলায় আহত ইউএনও ওয়াহিদা’র অবস্থা আশঙ্কাজনক

- আপডেট সময় : ০৬:০৮:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৭০ বার পড়া হয়েছে
উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত দিনাজপুরের ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানমকে। দুপুরে রংপুর মেডিকেল থেকে এয়ার এম্ব্যুলেন্সে করে তাকে ঢাকায় আনা হয়।
ঢাকায় নিউরো সায়েন্স হাসপাতালে তাঁর জন্য সাত সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। তবে, হাসপাতালের পরিচালক সাংবাদিকদের জানিয়েছেন, ওয়াহিদা খানমের মাথার খুলি ভেঙে ভেতরে ঢুকে যাওয়ায় অস্ত্রোপচার সম্ভব নয়। তার অবস্থা আশঙ্কাজনক বলেও জানিয়েছেন তিনি। দুপুরে রংপুর থেকে প্রথমে ঢাকা সিএমএইচে নেয়া হয় ওয়াহিদা খানমকে। সেখান থেকে তাকে আগাঁরগাওয়ের নিউরো সায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়।
সন্ত্রাসী হামলায় গুরুতর জখম ইউএনও ওয়াহিদা ও তাঁর বাবাকে রংপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। নির্বাহী কর্মকর্তার বাবা এখনও সেখানেই চিকিৎসাধীন আছেন। দিনাজপুরের জেলা প্রশাসক মাহমুদুল আলম জানিয়েছেন, গতরাতে সন্ত্রাসী হামলায় আহত হন ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা। রাত ৩টার দিকে ওয়াহিদা খানমের ঘরে ঢুকে প্রথমে তার বাবাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে। পরে নির্বাহী কর্মকর্তার ওপর চড়াও হয়ে হামলা চালায় দুস্কৃতকারীরা।