সন্তানদের বিপথে যাওয়া ঠেকাতে খেলাধূলায় যুক্ত করতে অভিভাবকদের প্রতি আহবান প্রধানমন্ত্রীর

- আপডেট সময় : ০৭:৫৭:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতায় জয়ী হওয়ার সক্ষমতা অর্জনে প্রশিক্ষণসহ সব ধরনের পদক্ষেপ নিয়েছে সরকার। সন্তানদের বিপথে যাওয়া ঠেকাতে খেলাধূলায় যুক্ত করতে অভিভাবকদের প্রতি আহবান জানান তিনি। বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী দিনে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর সমাপনী আয়োজন করা হয় রাজধানীর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে। গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পক্ষে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।
নির্বাচনী ইশতেহারে যুব সমাজকে গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সুস্থ্য জাতি গড়তে আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি করতে হবে।
বিভাগীয় শহরগুলোতে বিকেএসপি খোলার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। একইসাথে উপজেলা পর্যায়ে আধুনিক স্টেডিয়াম তৈরির কথা জানান তিনি।
পরবর্তী প্রজন্মকে মাদক, সন্ত্রাস থেকে দূরে রাখতে খেলাধূলায় যুক্ত করার তাগিদ দেন সরকার প্রধান।
বেকার, আহত ও অস্বচ্ছল খেলোয়াড়দের জন্য বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনে ২০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।