সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় অন্যতম অভিযুক্ত গ্রেপ্তার

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:১০:২৯ অপরাহ্ন, শনিবার, ২৩ অক্টোবর ২০২১
- / ১৬৯৭ বার পড়া হয়েছে
রংপুরের পীরগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় অন্যতম অভিযুক্তকে গ্রেপ্তার করেছে রেব।
তবে, গ্রেপ্তার হওয়া ব্যক্তির পরিচয় জানা যায়নি। রাজধানীর কারওয়ান বাজারের রেবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানাবে সংস্থাটির মিডিয়া উইং প্রধান। গেলো রোববার রাতে রামনাথপুর ইউনিয়নের মাঝিপাড়া এলাকার এক যুবকের ফেসবুক আইডি থেকে ধর্মকে অবমাননাকর পোস্ট দেয়ার অভিযোগ ওঠে। এরপরই এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুটি মামলা দায়ের হয়। এর মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় পরিতোষসহ তিনজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।এ ছাড়া ভাঙচুর, অগ্নিসংযোগ, হামলা, লুটপাট এবং সরকারি কাজে বাধা দেয়ার মামলায় ৪১ জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।