সদরঘাটে লঞ্চডুবির ঘটনায় কারো গাফিলতি থাকলে তাদেরকে দৃষ্টান্তমুলক শাস্তির ঘোষণা

- আপডেট সময় : ০৭:১৬:৪২ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২০
- / ১৫৮১ বার পড়া হয়েছে
ঢাকার সদরঘাটে লঞ্চডুবির ঘটনায় কারো গাফিলতি থাকলে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির ব্যবস্থা করার ঘোষণা দিয়েছে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
সকালে চট্টগ্রামের বন্দর হাসপাতালে নতুন করে প্রস্তুত করা ৫০ শয্যা বিশিষ্ট করোনা ওয়ার্ডের উদ্বোধন করতে এসে এসব কথা বলেন তিনি। তিনি আরো বলেন, এই ঘটনায় উদ্ধারকারি যন্ত্রাংশের সক্ষমতার সীমাবদ্ধতাও দেখা গেছে। তাই এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভবিষ্যতের জন্য আলাদা নদীতে চলাচল উপযোগী উদ্ধারকাকারী জাহাজ ও যন্ত্রাংশ কেনার পরিকল্পনা আছে সরকারের। বিশেষ করে চট্টগ্রাম বন্দরের নিরাপত্ত্বার জন্য এমন যন্ত্রাংশ অগ্রাধিকার ভিত্তিতে কেনার উদ্যোগের কথাও বলেন তিনি। এছাড়া করোনা মোকাবিলায় সরকারি নির্দেশনা ও স্বাস্থ্য বিভাগের বিধিনিশেধ কঠোরভাবে পালন করেই বন্দরের কার্যক্রম সচল রাখতে চট্টগ্রাম বন্দরের কর্মকর্তা কর্মচারিদের নির্দেশনা দেন প্রতিমন্ত্রী। এসময় চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যানসহ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।