সততা ও নিষ্ঠার সাথে দেশের জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:২২:৩৬ অপরাহ্ন, শনিবার, ৭ মে ২০২২
- / ১৬১৫ বার পড়া হয়েছে
সততা ও নিষ্ঠার সাথে দেশের জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
বিকেরে গুলশান কেন্দ্রীয় মসজিদে সাবেক অর্থমন্ত্রী মরহুম আবুল মাল আবদুল মুহিতের কুলখানি উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল শেষে এই প্রত্যয়ের কথা জানান তিনি। দেশের অর্থনীতিকে দৃঢ় অবস্থানে পৌছে দিতে প্রয়াত সাবেক অর্থমন্ত্রীর ভুমিকার কথা স্মরণ করে পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আন্তরিকতা ও নিষ্ঠার সাথে দেশের জন্য কাজ করে গেছেন আবুল মাল আব্দুল মুহিত। এসময় তাঁর কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন আনিসুল হক। এরআগে দোয়া মাহফিলে মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য পরিবারর সদস্যরাসহ আত্মীয়স্বজন, বন্ধু, সহকর্মী, শুভানুধ্যায়ীরা অংশ নেন। এসময় মরহুম আবুল মাল আবদুল মুহিতের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।