সড়কে অব্যবস্থাপনা ও দুর্নীতির বিরুদ্ধে লালকার্ড ও কার্টুন প্রদর্শন কর্মসূচি পালন করবে আন্দোলন রত শিক্ষার্থীরা
- আপডেট সময় : ০৩:০৭:২১ অপরাহ্ন, শুক্রবার, ৩ ডিসেম্বর ২০২১
- / ১৫৯৩ বার পড়া হয়েছে
সড়কে অব্যবস্থাপনা ও দুর্নীতির বিরুদ্ধে লালকার্ড ও কার্টুন প্রদর্শন কর্মসূচি পালন করবে আন্দোলন রত শিক্ষার্থীরা। কাল দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত রাজধানীর রামপুরা সড়কে এ কর্মসূচি পালন করবে তারা। পাশাপাশি ১১ দফা দাবির বাস্তবায়নসহ রামপুরা-গুলিস্তান সড়কে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জানায় শিক্ষার্থীরা।
পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার সকাল ১১ টার দিকে রামপুরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। সড়কে শৃঙ্খলা ফেরানোসহ নানা ইস্যুতে স্লোগানও দেয় শিক্ষার্থীরা। তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানায় তারা। এসময় পুলিশের বক্তব্যের পাল্টা জবাব দিয়ে শিক্ষার্থীরা বলেন, বহিরাগতরা শিক্ষার্থীদের আন্দোলন ভিন্ন খাতে নেয়ার চেষ্টা করলে, তা-নিয়ন্ত্রণ করবে পুলিশ। মানববন্ধন শেষে যাওয়ার সময় পুলিশের সামনে ব্রিজের উপর শিক্ষার্থীদের সাথে পরিবহণ শ্রমিকদের বিতর্ক তৈরি হলেও তারা কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করে শিক্ষার্থীরা।এমন অভিযোগ অস্বীকার করেছে পুলিশ।






















