সঠিক সময়ে নির্বাচন হবে, কোন দলের জন্য নির্বাচন থেমে থাকবে না : হানিফ

- আপডেট সময় : ০৫:১০:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩
- / ১৭৮৫ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, সঠিক সময়ে নির্বাচন হবে। কোন দলের জন্য নির্বাচন থেমে থাকবে না। নির্বাচনে বাধা দিলেই কঠোর হাতে দমন করা হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে গণভবন থেকে কুষ্টিয়া জেলা প্রশাসনের সভাকক্ষে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিভিন্ন অবকাঠামোসহ কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনী অনুষ্ঠানশেষে মেডিকেল কলেজ ক্যাম্পাসে আয়োজিত সমাবেশে যোগ দেয়ার আগে হানিফ একথা বলেন।
এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১৫ বছর দেশের উন্নয়ন করায়, জনগণ আবারও ক্ষমতায় শেখ হাসিনাকেই দেখতে চায়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য আ ক ম সরোয়ার জাহান বাদশা, কুষ্টিয়া-৪ কুমারখালী-খোকসা আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ, জেলা প্রশাসক মোঃ এহেতেশাম রেজা, পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিবসহ আরো অনেকেই।