সকাল থেকে শুরু হয়েছে অবৈধ মোবাইল সেট বন্ধের কাজ

- আপডেট সময় : ০১:৪৩:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১ অক্টোবর ২০২১
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
সকাল থেকে শুরু হয়েছে অবৈধ মোবাইল সেট বন্ধের কাজ। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন, বিটিআরসি নিয়ন্ত্রণ করছে এই কার্যক্রম। এর অংশ হিসেবে নতুন কোন অবৈধ মোবাইল সেট নেটওয়ার্কে সংযুক্ত হলে, তা বন্ধ করে দেওয়া হবে। তবে ৩০ সেপ্টেম্বরের আগে সচল থাকা কোনো সেট বন্ধ করা হচ্ছে না।গতকাল মোবাইল হ্যান্ডসেট নিবন্ধনের জন্য নির্ধারিত সময় শেষ হওয়ার পর এই কার্যক্রম চালু করলো বিটিআরসি।
নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র জানান, সকাল থেকে সেটে সিম প্রবেশ করানোর সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে বার্তা চলে আসবে। সেট অবৈধ হলে যে কোনো সময় বন্ধের সতর্কতা দিয়ে বার্তা আসবে। পাশাপাশি বৈধ কাগজপত্র থাকলে তা দিয়ে রেজিস্ট্রেশনের সুযোগ করে দেবে সংস্থাটি। বিটিআরসি জানায়, গত ১ জুলাই থেকে তিন মাসের জন্য পরীক্ষামূলকভাবে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার চালু হয়েছে। ৩০ সেপ্টেম্বর সেই সময় শেষ হয়েছে। আজ থেকে কোনো অবৈধ সেট বিক্রি করলে, অভিযোগের ভিত্তিতে গ্রাহককে সেই টাকা ফেরত দিতে বাধ্য থাকবে বিক্রেতা।