সকল ষড়যন্ত্র ও সংকটের সাগর পেরিয়ে তীরে পৌঁছাবে বাংলাদেশ: ওবায়দুল কাদের

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মে ২০২২
- / ১৫৫২ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধু কন্যার সাহসী ও মানবিক নেতৃত্বে সকল ষড়যন্ত্র ও সংকটের সাগর পেরিয়ে তীরে পৌঁছাবে বাংলাদেশ, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ঈদ উল ফিতর উপলক্ষে দেশবাসীকে দলের পক্ষ থেকে শুভেচ্ছা জানান তিনি।
সকালে সরকারি বাসভবনে দেয়া ব্রিফিংয়ে ওবায়দুল কাদের আরো বলেন, ঈদের মহিমান্বিত আহবানে শান্তি-সুধায় ভরে উঠুক বিশ্বসমাজ এবং দেশপ্রেম আর মানবতাবোধের বহ্নিশিখায় জেগে উঠুক প্রতিটি মানব হৃদয়। শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে করোনা সংকট মোকাবিলা করে দেশ নব উদ্যমে কাঙ্ক্ষিত উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, আবারও ঘুরে দাঁড়াতে শুরু করেছে দেশের অর্থনীতির চাকা।