সকল খাদ্যপণ্যে দেশ এখনো স্বয়ংসম্পূর্ণ নয়: কৃষিমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪৭:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
সকল খাদ্যপণ্যে দেশ এখনো স্বয়ংসম্পূর্ণ নয়। আবাদী জমির সংখ্যা কমে যাওয়া, চাষের প্রতি মানুষের অনীহা, পেশা পরিবর্তনও এর অন্যতম কারণ বলে মনে করেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক।
১৬ অক্টোবর বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে ঢাকায় এক সংবাদ সম্মেলনে তিনি এক কথা বলেন। মাঠপর্যায় থেকে বাজার পর্যন্ত আসতে খাদ্যপণ্যের দামের এতো ফারাক কেন হয়, সে বিষয় নিয়ে কাজ করার কথা জানান তিনি। তবে বর্তমান কৃষকরা ন্যায্যমূল্য পাচ্ছেন বলেও দাবি কৃষিমন্ত্রীর।খাদ্য উৎপাদন ও পুষ্টিমানের নিশ্চয়তা দিতে টেকসই কৃষি খাদ্য ব্যবস্থা গড়ে তোলার কথা বলেন আব্দুর রাজ্জাক।শনিবার বিশ্ব খাদ্য দিবসের আয়োজনে অংশ নিয়ে :বঙ্গবন্ধু ধান ১০০: অবমুক্ত করার করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।